এই মুহূর্তে আইসিসি-র একদিনের ফরম্যাটে সেরা বোলার মহম্মদ সিরাজ।তবে এই সাফল্যে একেবারেই গা ভাসাতে রাজি নন টিম ইন্ডিয়ার তরুণ পেসার।বরং তাঁর একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়। অকপটে জানিয়ে দিলেন এই ডানহাতি জোরে বোলার। ইন্ডিয়ান ক্রিকেট টিম-এর ইনস্টাগ্রামে সিরাজ বলেছেন, “সত্যি বলতে এক নম্বর স্থানে জায়গা করে নেওয়া এবং সেটা ধরে রাখা খুবই আপেক্ষিক ব্যাপার।
শুধু নিজের সেরা পারফরম্যান্স করতে চাই। তাই শীর্ষ র্যাঙ্কিং নিয়ে বেশি না ভেবে আমি বিশ্বকাপ জয়কেই পাখির চোখ করছি। এবং শুধু আমি নই, গোটা দলের এটাই একমাত্র লক্ষ্য।”গত কয়েক ম্যাচে ছন্দ না খুঁজে পেলেও, সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। নিয়েছেন ৮ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ১০ উইকেট।
সেরা পারফরম্যান্স শ্রীলঙ্কার বিরুদ্ধেই। সেই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। দলের অন্য দুই জোরে বোলার মহম্মদ শামি ও জশপ্রীত বুমরাহের পারফরম্যান্স মনে রাখার মতো। মাত্র ৪ ম্যাচেই শামি নিয়ে ফেলেছেন ১৬ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। বুমরাহ এখনও পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স আফগানিস্তানের বিরুদ্ধে।
সিরাজ আরও বলেন, “এমন লড়াকু দলের অংশ হতে পেরে গর্ববোধ করি। যেভাবে এতগুলো ম্যাচ জিতে এসেছি, সেই ধারাবাহিকতা বজায় রেখেই বাকি ম্যাচগুলো খেলে বিশ্বকাপ জিততে চাই।”