স্টাফ রিপোর্টা: খাস কলকাতায় ফের লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। জাল নোটের ওই কারবারির কাছে বিপুল পরিমাণ নোট রয়েছে বলেই গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ।
ওঁত পেতে তল্লাশি চালিয়ে জাল নোট চক্রের অন্যতম পাণ্ডাকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে ২৪০০ শো টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।