মানব পাচার মামলায় পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করল এনআইএ।বুধবারই পাচারচক্রের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের ধরতে ১০টি রাজ্যের মোট ৫৫টি এলাকায় হানা দেন এনআইএ-র আধিকারিকেরা। সেখান থেকেই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যেই রয়েছেন পশ্চিমবঙ্গের তিন জন।তাদের গ্রেফতার হয়েছে বারাসত ও ঠাকুরনগর থেকে।
এছাড়াও ত্রিপুরা থেকে ২১ জন, কর্নাটক থেকে ১০ জন, অসম থেকে ৫ জন, তামিলনাড়ু থেকে দু’জন এবং পুদুচেরি, তেলঙ্গানা ও হরিয়ানা থেকে এক জন করে গ্রেফতার হয়েছেন। তল্লাশি অভিযানের পর দেশের নানা প্রান্ত থেকে এনআইএ প্রায় ২০ লাখ টাকা উদ্ধার করেছে। অনেক মোবাইল ফোন, সিম কার্ড এবং পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে একাধিক ভুয়ো আধার এবং প্যান কার্ড।
এছাড়াও প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করেছে যাত্রীও তদন্তকারী সংস্থা। এনআইএ-র তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ১০ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলজুড়ে চলা মানব পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য। এই অভিযানের লক্ষ্য ছিল ইন্দো-বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ ও বেআইনি মানব পাচার রোখা।সেপ্টেম্বর মাসে অসম পুলিশের কাছে দায়ের হওয়া একটি অভিযোগ থেকে মানব পাচারচক্রের হদিস পান তদন্তকারীরা।
এই চক্রের মাধ্যমেই ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছেন বলে অভিযোগ। তারপর তাঁরা ছড়িয়ে পড়ছেন দেশের নানা প্রান্তে। চলতি মাসে এই মামলা এনআইএ-র হাতে যায়।এদিকে, এনআইএ-কে এই কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।