কংগ্রেস এলে ধ্বংস আসবেই। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, রাজ্যের উন্নতির কোনও রোডম্যাপ কংগ্রেসের কাছে নেই। মধ্যপ্রদেশের মানুষ নরেন্দ্র মোদীর গ্যারান্টির ওপরই আস্থা রাখবে। যুব সমাজ আগামীদিনে বিজেপির ওপরেই আস্থা রাখবে।
তাঁর দেওয়া প্রতিটি গ্যারান্টি পূরণের গ্যারান্টি স্বয়ং নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী আরও বলেছেন, জনগণের একটি ভোটও দেশের শত্রুরা যেন না পায়। বিধানসভায় যত ভোট বিজেপি পাবে, দিল্লিতে নরেন্দ্র মোদী ততই শক্তিশালী হবে। যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে দেশে বিনামূল্যে রেশন এবং স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। বিজেপি যদি মধ্যপ্রদেশে ফের সরকার গঠন করে তবে সবার উন্নতি একসঙ্গে হবে।
সমাজে দলিত, পিছিয়ে পড়া ব্যক্তি,আদিবাসী, গরিব সকলেরই একসঙ্গে উন্নতি হবে। বিগত ১০ বছর ধরে বিজেপি সরকার দেশে ৪ কোটি বাড়ি তৈরি করেছে। যেভাবে রাম মন্দির তৈরি করা হয়েছে, ঠিক সেভাবেই এই ৪ কোটি বাড়িও তৈরি করা হয়েছে।