ইডেন গার্ডেন্সে বসছে বিরাট কোহলির ছবি।জানা গিয়েছে, ইডেনের মূল ফটকের উপরেই বসানো হচ্ছে কিং কোহলির ছবি।গত রবিবার এই মাঠেই ওয়ানডে কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। সেই ছবিই এবার দেখা যাবে ইডেনের বাইরেও। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন। নিজের ৩৫তম জন্মদিনেই বিরাটের ব্যাট থেকে আসে ১০১ রানের অপরাজিত ইনিংস। ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের নজির। মাত্র ২৭৭ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেন ভারতের চেজমাস্টার।সেঞ্চুরির পর একেবারে স্বভাববিরোধী সেলিব্রেশন করেন বিরাট।
সাধারণত মাঠে আগ্রাসন দেখানো বিরাট ওইদিন শান্তভাবে আকাশের দিকে ব্যাট তুলেই থেমে গিয়েছিলেন। তবে ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন সেই মুহূর্তের ছবি। কোহলির শান্ত সেলিব্রেশনের ছবিই ইডেনে বসানো হচ্ছে। ছবি বসানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলেই খবর।