Friday, December 8, 2023
Homeদেশমহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত!

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত!

টাকার বদল প্রশ্ন বিতর্কে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল।বুধবার এমনই গুরুতর দাবি করেছেন মামলার মূল অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বুধবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিশিকান্ত দুবে দাবি করেছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে জাতীয় সুরক্ষা বন্ধক রেখে দুর্নীতি করার দায়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল।

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত!

এই লোকপাল হল এমন একটি প্রতিষ্ঠান, যা আইনসভার সদস্য সহ পাবলিক সার্ভেন্টদের বিরুদ্ধে আনা দুর্নীতি তদন্ত করে।সংসদের এথিক্স কমিটি ইতিমধ্যেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত করছে। দুবের দাবি সত্যি হলে, এবার কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআইও। যদিও লোকপাল বা সিবিআই কারও তরফেই এ নিয়ে সরকারিভাবে জানানো হয়নি।এদিকে, পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত!

এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, ‘আদানির ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রথমে এফআইআর করা উচিত সিবিআইয়ের। আদানি কীভাবে সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলি কেনার ছাড়পত্র পেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। তারপর আমার কাছে আসবেন।’ উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবেই।

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত!

তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এথিক্স কমিটি এ নিয়ে দুটি বৈঠক করেও ফেলেছে। আজ ফের বৈঠক এথিক্স কমিটির। সেদিনই সাংসদ হিসাবে মহুয়ার ভাগ্য নির্ধারণ হবে।

Most Popular