Wednesday, December 6, 2023
Homeজেলাবিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

বিশ্ব সমাচার, নামখানা: বিশ্ব সমাচারের খবরের জেরে ব্যবসায়ীর টাকা ফেরালেন তৃণমূল নেতা। ঋণ শোধের জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকায় একটি দোকান বিক্রি করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের রাধানগরের বাসিন্দা ব্যাবসায়ী উৎপল বারিক। আর সেই দোকান বিক্রির টাকা থেকে তৃণমূলের তহবিলে দিতে হয়েছিল সাত হাজার টাকা।

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

তাকে দেওয়া হয়েছিল রসিদ। রসিদে সই ছিল রাধানগর ২৩১ নম্বর বুথের সভাপতি লক্ষ্মীকান্ত পড়ুয়ার, আদায়কারী হিসেবে সই ছিল ওই বুথের পঞ্চায়েত সদস্য নারায়ণ পড়ুয়ার ভাই পঞ্চানন পড়ুয়ার। পঞ্চানন পড়ুয়া এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

এই খবর প্রকাশ করা হয় বিশ্ব সমাচার পত্রিকায়। এরপরই নড়েচড়ে বসেন নামখানা ব্লক তৃণমূল নেতৃত্ব। নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে শাসমল পুল বাজারে ব্যবসায়ী উৎপল বারিককে সাত হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাধানগর ২৩১ নম্বর বুথ সভাপতি লক্ষ্মীকান্ত পড়ুয়া ও পঞ্চায়েত সদস্য নারায়ণ পড়ুয়ার ভাই পঞ্চানন পড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

এ বিষয়ে ব্যবসায়ী উৎপল বারিক বলেন, আমার কাছ থেকে জোর করে দোকান বিক্রির টাকা থেকে তৃণমূল নেতা পঞ্চানন পড়ুয়া সাত হাজার টাকা নিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের রসিদ দিয়েছিলেন। এই খবর প্রকাশ করা হয় বিশ্ব সমাচার পত্রিকায়। তা দেখে নড়েচড়ে বসেন নামখানা ব্লক তৃণমূল নেতৃত্ব।

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

মঙ্গলবার নামখানা ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে আমাকে টাকা ফেরত দেওয়া হয়। আমি ধন্যবাদ জানাই নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বকে। তাদের সহযোগিতায় আমি এই টাকা ফেরত পেলাম। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই বিশ্ব সমাচার পত্রিকাকে, যারা আমার এই সমস্যার কথা তুলে ধরেছিল।

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

আমার এই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ না হলে আমি টাকা ফেরত পেতাম না। তিনি আরো একজনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি হলেন স্থানীয় তৃণমূল নেতা আসান আলি খান। তিনি বলেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরে আসানদা আমাকে প্রচুর সহযোগিতা করেছেন।

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্তকুমার মালী বলেন, যে ঘটনাটি ঘটেছে, তা নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের কালচার নয়। নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন দাসের নির্দেশে ব্লক নেতৃত্বের উপস্থিতিতে এই টাকা ফেরত দেওয়া হয় এবং

বিশ্ব সমাচারের খবরের জের, টাকা ফেরত পেলেন নামখানার ব্যবসায়ী, তৃণমূল নেতা বহিষ্কৃত

ওই বুথ সভাপতি ও পঞ্চানন পড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের প্রতিটি নেতা ও কর্মীকে সাবধান করা হয়েছে যে আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

Most Popular