বান্টি মুখার্জি, ক্যানিং: স্ত্রী না থাকায় অভিমানে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম সাদ্দাম হোসেন মিস্ত্রি(৩১)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের বয়ারসিং গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি বয়ারসিং গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন মিস্ত্রি পেশায় একজন দীনমজুর।
প্রতিদিন কলকাতায় কাজ করতে যেতেন। প্রায় আট বছর আগে জীবনতলা থানার দাহারানিয়া এলাকার রেবেনার সঙ্গে বিয়ে হয়। দম্পতির চার বছরের এক কন্যাশিশু রয়েছে। স্বামী কলকাতায় কাজে যাওয়ার সুযোগে রেবেনা এক প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ।
এই ঘ খবর জানতে পারায় স্ত্রীর সঙ্গে সাদ্দামের বচসা হয়। অভিযোগ, ১৫ দিন আগে প্রতিবেশী যুবক সাবির হোসেন লস্করের সঙ্গে ঘর ছাড়ে রেবেনা।অন্যত্র পালিয়ে গিয়ে বসবাস শুরু করে। এদিকে, একরত্তি কন্যাশিশুকে নিয়ে মহাফাঁপরে পড়ে যায় সাদ্দাম, মানসিক অবসাদে ভুগতে থাকে।
প্রতিবেশীদের দাবি, স্ত্রী চলে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন সাদ্দাম। বুধবার সকালে আচমকা সাদ্দাম তাঁর নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছিলেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সাদ্দামের কাকা রাকিব মিস্ত্রী জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে সাদ্দামের স্ত্রী প্রতিবেশী যুবক সাবির হোসেন লস্করের সঙ্গে পালিয়ে যায়। সেই থেকে সাদ্দাম মানসিক অবসাদে ভুগছিলেন। বুধবার সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলেও তাঁকে বাঁচানো যায়নি।
স্ত্রী চলে যাওয়ায় মানসিক অবসাদেই সাদ্দাম আত্মহত্যা করেছেন বলে অনুমান।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।