Friday, December 8, 2023
Homeজেলানামখানায় জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

নামখানায় জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

রবীন্দ্রনাথ মমণ্ডল, নামখানা: গ্রামের একটি মাত্র কাঠের সেতু দীর্ঘ ছয় মাস ধরে ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রামটিকে বিচ্ছিন্ন করে রেখেছে চুনপুড়ি খাল।

নামখানায় জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

খালটির অপরদিকে রাজনগর শ্রীনাথ গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই পচামুড়ি খালের উপর কাঠের সেতুটি ছয় মাস আগে ভেঙে বসে গিয়েছে। বারে বারে গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। ভোট আসে, ভোট যায়, শুধুই মেলে প্রতিশ্রুতি।

নামখানায় জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

ভোট মিটে গেলে সেতু তৈরি করার প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে যায়। এই মুহূর্তে সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রায় ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, যদি এই সেতুটি একেবার ভেঙে পড়ে, তাহলে প্রায় তিন কিলোমিটারের বেশি ঘুরে যেতে হবে বাজারহাট করতে।

নামখানায় জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে গোটা গ্রাম। কবে এই সমস্যার সমাধান করবে প্রশাসন, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা গ্রামের মানুষ। যদিও এ বিষয়ে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস বলেন, প্রতিবছর সেতু মেরামতের জন্য টাকা দেওয়া হয়।

নামখানায় জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার

তবে কংক্রিটের সেতু তৈরি করার মতো গ্রাম পঞ্চায়েতের এত অর্থ নেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে খুব শীঘ্রই কংক্রিটের সেতু তৈরি করা হবে।

Most Popular