Wednesday, December 6, 2023
Homeজেলাকুলতলির জামতলায় সুকান্তর জনসভা

কুলতলির জামতলায় সুকান্তর জনসভা

রফিকুল ঢালি, কুলতলি: কুলতলির জামতলায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা অনুষ্ঠিত হল। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে বিজেপির সদস্যরা নিজেদের দলীয় সংগঠন মজবুত করতে, ভোটব্যাঙ্ক বাড়াতে এবং তৃণমূলের ঘর ভাঙতে প্রতিটি বিধানসভায় চলছে জনসভা।

কুলতলির জামতলায় সুকান্তর জনসভা

কুলতলির জামতলার জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক নবারুণ নায়েক, দক্ষিণ ২৪ পরগনা বিভাগ কনভেনার দীপঙ্কর জানা, জেলা ইনচার্জ সত্যপ্রিয় চক্রবর্তী, অভিনেত্রী অঞ্জনা বসু,

কুলতলির জামতলায় সুকান্তর জনসভা

জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদিকা প্রণতি মাঝি, গোপাল মাঝি, শংকর মাঝি, উত্তম হালদার।

Most Popular