Friday, December 8, 2023
Homeজেলাকুণালের কথার জবাব দেব না: সুকান্ত

কুণালের কথার জবাব দেব না: সুকান্ত

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বিজেপির যাদবপুর জেলা সাংগঠনিকের বারুইপুর কার্যালয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আসেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখানে তিনি প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন, শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে সিবিআই ও ইডিকে তদন্ত শুরু করতে বলেছিলেন কুণাল ঘোষ।

কুণালের কথার জবাব দেব না: সুকান্ত

তার পরিপ্রেক্ষিতে সুকান্ত বলেন, তিনি সাড়ে তিন বছর জেল খাটা আসামি। মাধ্যমিক পাশ। তাঁর কথার কোনও উত্তর দেব না।
সুজাত ভদ্র এতদিন ধরে পিজি হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।

কুণালের কথার জবাব দেব না: সুকান্ত

সেই বিষয়ে সুকান্ত বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভালো চিকিৎসা হয়নি। তাঁর ডাক্তারের নাকি ভুয়ো সার্টিফিকেট রয়েছে। সুজাত ভদ্রর শুধু কণ্ঠস্বর পরীক্ষা করার কথা। এখনও তাঁর শরীর ভালো হয়নি।

Most Popular