রবীন্দ্রনাথ মণ্ডল, কাকদ্বীপ: এক স্কুলপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার নারায়ণপুর দ্বিতীয় ঘেরি এলাকায়। মৃত পড়ুয়ার নাম সুমন মাইতি। বয়স আনুমানিক ১৬ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সুমন ঘুরতে বেরিয়ে যায়।
পরে সুমনের মা নলকূপে জল আনতে যান। নলকূপ থেকে জল এনে দেখেন, সুমনের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও সুমন দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে সুমনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুমনের পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমন নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের একাদশ শ্রেণির ছাত্র। তবে ঠিক কী কারণে সুমন আত্মহত্যা করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।