স্টাফ রিপোর্টা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে তলব করল ইডি। বৃহস্পতিবার অর্থাৎ কাল সকালে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, এদিন ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক।
উল্লেখ্য, এর আগে ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। কিন্তু কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি ছিল বলে তিনি হাজিরা দেননি। এরপর ৯ অক্টোবর সমন করা হয়। সেবারও হাজিরা দেননি। ১০ অক্টোবর আদালতের নির্দেশে গভীর রাতে সম্পত্তির খতিয়ান ইডিকে পাঠান অভিষেক।
এবার পুজো মিটতেই আবারও তাঁকে তলব করল এই মামলায়।অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নোটিশ সম্পর্কে অবশ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লড়াই করার জন্যেই বারবার ডেকে পাঠানো হচ্ছে।বিজেপিকে তোপ দেগে তৃণমূলের মন্ত্রী শশী পাঁজার দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের উপহার দিয়েছে ইডি।
তৃণমূল কংগ্রেস হল বিজেপির টার্গেট। পঞ্চায়েত নির্বাচনের সময় ডাক, পরে নবজোয়ার যখন জনজোয়ার হয়েছে তখন ডাক। সামনে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত অবিজেপি দলগুলিকে ডাকা হবে।’শশী পাঁজার আরও দাবি, ‘ইডি তলব দূরের কথা, বিজেপির যাদের অর্থ বেড়েছে কোনও ভাবে নোটিশও পৌঁছয় না তাদের কাছে।
প্রতিদিন প্রমাণ করছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থা। এখন নতুন যোগ করছে, ডায়মন্ড হারবারে দাঁড়াব। কাকতালীয় ঘটনা। পুজোর মধ্যে দেখা গেল একজন মন্ত্রীকে ডেকে জেলে পাঠাল। সামনে কালী পুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো হয়। ফের এখন তলব।’