Wednesday, December 6, 2023
Homeরাজ্যঅনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

স্টাফ রিপোর্টা: বীরভূমের খয়রাশোলে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার।বুধবার বীরভূমে অনুপম হাজরার দুটি অনুষ্ঠান ছিল। একটি বীরভূমের রামপুরহাটের ১২ নম্বর ওয়ার্ডে। সেই অনুষ্ঠানে মন্তব্য রাখছিলেন কেন্দ্রীয় সম্পাদক।

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের তুলোধোনা করছিলেন তিনি। ঠিক সেই সময় খয়রাশোলে ধুন্ধুমার। সেখানে একটি ট্রাক্টরে অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছিল। ওই সভামঞ্চে ব্যাপক ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা দেয় চেয়ারও।বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গণেশ ঘোষের দাবি, বিজেপির শত্রু বিজেপিই। বর্তমান জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি।

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

স্থানীয় পঞ্চায়েত সদস্য মণ্টু ঘোষ স্বীকার করে নিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। বিজেপির একাংশই যে এই কাজ করেছে, তা জানিয়েছেন তিনি।তবে গৃহযুদ্ধের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে অনুপম হাজরা। সাধারণ নেতা-কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভের ফলেই আন্দোলন বলেই জানান তিনি। প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন অনুপম।

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় সম্পাদক।তাঁর কটাক্ষ,’বিজেপি রাজ্য সভাপতিকে বলব নিজের কেন্দ্রে মন দিন, নিজের ওয়ার্ডে ২০ জন লোক নিয়ে ঘোরেন, তার মধ্যে ১৮ জন নিরাপত্তারক্ষী।’ দলে সিন্ডিকেট চলছে বলে অভিযোগ তুলে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করলেন অনুপম হাজরা।

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

তিনি বলেন, ‘অমিত শাহ বাংলায় ৩৫ আসন জয়ের লক্ষমাত্রা ঠিক করে দিয়েছেন। যে ভাবে দলে সিন্ডিকেট চলছে তাতে ৩৫ আসন স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রত্যেক জেলায় স্তাবকদের বসিয়ে রাখা হয়েছে, তাঁদের সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে।’ ঘর শত্রু বিভীষণকে নিয়ে লড়াই হচ্ছে বলেও মন্তব্য করেছেন অনুপম হাজরা।

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

উল্লেখ্য, দলীয় নেতৃত্বকে নিয়ে অনুপমের একের পর এক মন্তব্যে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব অনুপমের বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপির কাছে নালিশ জানাচ্ছেন বলেও খবর। অন্য দিকে, অনুপমও রাজ্য এবং জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। এ নিয়ে বুধবার ফেসবুক লাইভ করেন তিনি। সেখানে বেশ কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

অনুপমকে নিয়ে গেরুয়া শিবিরে গৃহযুদ্ধ! ভাঙচুর সভামঞ্চ

অনুপম জানান, তিনি বাংলা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা। কিন্তু রাজ্য বিজেপির কোনও সভা বা অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় না। আমন্ত্রণ করা হলে তা এমন সময়ে করা হয়, যাতে তিনি পৌঁছনোর আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। এ নিয়ে চাপানউতরের মধ্যে খয়রাশোলে একটি সভা করার কথা ছিল অনুপমের। সেই সভার আগে এমন ভাঙচুর এবং গন্ডগোলের ঘটনা ‘ইঙ্গিতবাহী’।

Most Popular