স্টাফ রিপোর্টা: বকেয়া মহার্ঘভাতার দাবিতে নাগাড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু দাবি পূরণ এখনও হয়নি। এবার সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের বার্তা এল এভারেস্ট বেস ক্যাম্প থেকেও।
হাওড়া ও পশ্চিম মেদিনীপুর থেকে ‘বঞ্চিত’ সরকারি কর্মচারীদের আটজনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে এভারেস্ট বেস ক্যাম্পে। সেখান থেকেই আন্দোলনের সুর চড়াচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। প্রায় সাড়ে ১৭ হাজার ফুট উঁচুতে এভারেস্ট বেস ক্যাম্পে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ চালাচ্ছেন তাঁরা।
সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা বার্তা দিয়েছেন। তাঁদের বক্তব্য, শিক্ষক, কর্মচারী, ডাক্তার, নার্সদের প্রতি সীমাহীন বঞ্চনার বিরুদ্ধেই তাঁরা এভারেস্টের বেস ক্যাম্প থেকে প্রতিবাদ জানাচ্ছেন।