স্টাফ রিপোর্টা: এবার রেশন দুর্নীতি কাণ্ডে উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। জানা গিয়েছে, টানা ৩০ ঘণ্টা তল্লাশিতে কলকাতা ও জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।ইডি সূত্রে খবর, হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামের কারখানা থেকে পাওয়া গিয়েছ ১ কোটি ৪০ লক্ষ টাকা।
গত ৪ ও ৫ তারিখে যে তল্লাশি হয় সেই তল্লাশির ভিত্তিতেই টাকা উদ্ধার হয়েছে।এছাড়াও বাঁকুড়ার দুটি কোম্পানি থেকে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। রেশন দুর্নীতি তদন্তে আরও কয়েকটি অফিসে তল্লাশি চালিয়ে বাকি ৪০ লক্ষ টাকা মিলেছে বলে ইডি সূত্রে খবর। গত ৪ তারিখ, শনিবার কাকভোরে বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে হানা দেয় ইডি।
ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। বনগাঁর কোরার বাগানের ব্যবসায়ীদের বাড়িতেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুই ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছিল। সূত্রের খবর, এই মিল থেকে রেশনে আটা এবং চাল যেত। বনগাঁর পাশাপাশি নদিয়ার রানাঘাটেও ব্যাপক তল্লাশি ইডির।
সেখানকার এক চালকলে অভিযান চালান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ৪ তারিখ থেকে শুরু হওয়া সেই তল্লাশি ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এর পর মঙ্গলবার ইডি অর্থ উদ্ধারের তথ্য সামনে আনে। জানা গিয়েছ, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৮ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে।
তবে ইডির অনুমান, আরও অর্থের হদিশ মিলবে। ইতিমধ্য়েই গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর রহমান এবং তাঁর সহযোগীদের গুদামে তল্লাশি চালিয়ে একাধিক ডায়েরি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেসব ডায়েরিতে রয়েছে নানা হিসেবনিকেশ। সেই তথ্য ঘেঁটে অর্থ উদ্ধার হয়েছে বলে খবর।