Wednesday, December 6, 2023
Homeদেশআলিগড়ের নাম বদলের প্রস্তাব পাস যোগীর রাজ্যে

আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাস যোগীর রাজ্যে

যোগীরাজ্যের আরও এক শহরের নাম বদল।আলিগড় পুরসভা এবং আলিগড় রেল স্টেশনের নাম পরিবর্তন করে সেখানে হরিগড় করতে চান। আলিগড় পুরসভার মেয়র প্রশান্ত সিংহল এই প্রস্তাব রেখেছেন। তাকে সমর্থন করেছেন সব কাউন্সিলররাই। বিজেপি শাসিত রাজ্যে ফের একবার এই নাম পরিবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে।

আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাস যোগীর রাজ্যে

এই প্রস্তাব যাতে পাশ হয় সেদিকে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। মেয়রের দাবি, বহুদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে দাবি উঠেছিল। তবে এবার তাকে বাস্তবায়িত করার পালা। কেন্দ্র সরকারের কাছে বিষয়টি পাঠানো হবে। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলেই বিষয়টি কার্যকর করা হবে।

আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাস যোগীর রাজ্যে

আলিগড় থেকে হরিগড় নাম পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যে সমর্থন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বিষয়টি তিনি সমর্থন করছেন। আমরা মুঘল সরাইয়ের নাম পরিবর্তন করে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় নগর করেছি। এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে।

আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাস যোগীর রাজ্যে

ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তারা জানিয়েছে, দেশের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে বিজেপি সরকার। এতে দেশের গরিমা নষ্ট হবে।

Most Popular