মহাদেব অ্যাপ-সহ ২২টি বেআইনি বেটিং অ্যাপ ও ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এক বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।বিজ্ঞপ্তিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, বেআইনি অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ইডি-র তল্লাশি এবং ছত্তীসগঢ়ে মহাদেব অ্যাপের বেআইনি কার্যকলাপ নজরে আসতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি মাসে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে দুবাইয়ে বিয়ে সেরেছিলেন মহাদেব অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকর। এরপরেই সক্রিয় হয় ইডি। মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউডের বেশ কয়েক জন তারকার। একের পর এক তারকাকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি।
অক্টোবরে ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে সোনার পাত, গয়না, নগদ মিলিয়ে ৪১৭ কোটি টাকা মূল্যের সামগ্রী উদ্ধার করে ইডি।ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটের আগে এই অ্যাপের সঙ্গে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরও।