স্টাফ রিপোর্টা: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তাঁর মা এবং স্ত্রীকে সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল, এমনটাই জানালেন মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস।রেশন দু্র্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পর থেকেই নজরে মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক।
একাধিকবার প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে ইডির জেরার মুখে পড়তে হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নতুন তথ্য পেতে জেরা করা হচ্ছে তাঁকে। এরই মাঝে সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ।
তিনি জানান, জ্যোতিপ্রিয়র দুটি সংস্থায় মা ও স্ত্রীকে ডিরেক্টর করতে বাধ্য হয়েছিলেন। কারণ, মন্ত্রীর নির্দেশ তখন তাঁকে মানতেই হত। যদিও পরবর্তীতে নিজে যখন আপ্ত সহায়কের দায়িত্ব থেকে সরেন, তখন মা ও স্ত্রীকেও সরিয়ে আনেন। তাঁর দাবি, সংস্থায় কী লেনদেন হত, তা জানা নেই।
হনুমান রিয়েলকর্ন প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড নামের দু’টি সংস্থায় শেয়ারের মাধ্যমে টাকা বিনিয়োগ করা হয়েছিল বলে দাবি ইডির। এই সংস্থা দু’টিতেই অভিজিতের মা এবং স্ত্রী ডিরেক্টর হয়েছিলেন। সংস্থাগুলিতে খোঁজখবর করেই অভিজিতের নাম জানতে পেরেছিল কেন্দ্রীয় সংস্থা। ডিরেক্টরের সূত্রেই অভিজিৎ পর্যন্ত পৌঁছয় তারা।
অভিজিৎ এ-ও জানিয়েছেন, তিনি ২০১৪ সালে নিজে আপ্তসহায়ক পদ ছেড়ে বেরিয়ে আসার পর তাঁর মা এবং স্ত্রী-ও সংস্থাগুলি থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু সে সময় তাঁদের পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না বলে দাবি অভিজিতের। তিনি জানান, একপ্রকার জোর করেই সংস্থা ছেড়ে তাঁরা বেরিয়ে এসেছিলেন।