Wednesday, December 6, 2023
Homeখেলাভারতের কাছে ৩০২ রানে হার, ক্রিকেট বোর্ডকে ছাঁটাই করল শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রক

ভারতের কাছে ৩০২ রানে হার, ক্রিকেট বোর্ডকে ছাঁটাই করল শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রক

বিশ্বকাপে চরম বিপর্যয়। মুম্বইয়ে ভারতের কাছে ৩০২ রানে হার। তার জেরে গোটা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেই ছাঁটাই করল শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রক। দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্ঘে সোমবার এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাজ চালানোর জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।

ভারতের কাছে ৩০২ রানে হার, ক্রিকেট বোর্ডকে ছাঁটাই করল শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রক

যে কমিটির চেয়ারম্যান করা হয়েছে ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুনা রনতুঙ্গাকে। সাত সদস্যের এই কমিটিতে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও প্রাক্তন বোর্ড সভাপতিও আছেন। রোশন রণসিঙ্ঘের বার্তার পরেও বোর্ডের এক কর্তা মোহন ডি’সিলভা ছাড়া কেউ পদত্যাগ করেননি। তাই এবার পুরো ক্রিকেট বোর্ডকেই ছাঁটাই করে দেওয়া হল।

ভারতের কাছে ৩০২ রানে হার, ক্রিকেট বোর্ডকে ছাঁটাই করল শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রক

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘‌শ্রীলঙ্কার ক্রিকেট আধিকারিকদের পদ ধরে রাখার কোনও নৈতিক অধিকারই নেই। ওদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল। সেই রাস্তায় ওরা হাঁটেনি। তাই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হল।’‌ দেশের ক্রিকেট বোর্ড দুর্নীতিতে ভরে গিয়েছে বলে দাবি করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।

Most Popular