স্টাফ রিপোর্টা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। যার জেরে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বার সেই অখিল গিরির বিরুদ্ধে রাজ্যপালের অবমাননা করার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার সকালে বিরোধী দলনেতা একটি পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। যেখানে কারামন্ত্রী অখিলের একটি ভিডিয়ো দেওয়া হয়েছে। সঙ্গে রাজ্যপালকে লেখা মন্ত্রীর বিরুদ্ধে চিঠিটিও পোস্ট করেছেন তিনি। ভিডিয়োতে মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘এত হম্বিতম্বি কিসের? আমরা পারি না নাকি?
আমরা পারি না? তোমার কলার ধরে তোমাকে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা। আমরা পারি আমাদের কাছে যা কাগজ আছে। নবান্নতে যা কাগজ আছে, আমরা দেখছি। আমাদের হাতেও কাগজপত্র আছে।’’ এ কথাগুলি বলার সময় অখিল কারও নাম না করলেও বোঝা যাচ্ছিল এ ক্ষেত্রে তাঁর নিশানা বিরোধী দলনেতাই।
যদিও শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব সমাচার।কিন্তু এরপর ভিডিয়োতে তিনি বলতে শুরু করেন, ‘সিভি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না না কি? কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো আমরা জানি না না কি? হোয়াটসঅ্যাপে কী আছে তোমার?
তুমি কেন মুখ্যমন্ত্রীকে ডেকেছো ১০ তারিখে আমরা জানি না? তোমার তদন্ত আমরা ধরব। ছাড় পাবে না আমাদের কাছে। আমাদেরও আইবি আছে। আমাদেরও ফাইল রেডি।’অখিলের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বোসকে চিঠি দিয়েছেন।চিঠিতে শুভেন্দু লিখেছেন, আপনার আধস্তন অখিল গিরি এর আগে রাজ্যপতির নামে কুকথা বলে গোটা দেশের ধিক্কারের মুখে পড়েছিলেন।
তবে তার পরেও তিনি সংশোধিত হননি। এবার তিনি আপনাকে আক্রমণ করে বলেছেন, আপনার হোয়াটসঅ্যাপে রহস্যজনক কিছু রয়েছে। সেজন্য আপনি জনৈক পুজো উদ্যোক্তার দুর্গা পুজো প্যান্ডালে গিয়েছিলেন। এমনকী সেজন্যই ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা করতে ১০ নভেম্বর মুখ্যমন্ত্রীকে তলব করেছেন আপনি।
শুভেন্দু লেখেন, ‘এবার আপনার রাজ্য সরকারকে ওই মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে সুপারিশ করা উচিত। রাষ্ট্রপতি ও রাজ্যপালকে আক্রামণ করেন এমন কারও মন্ত্রীর পদে থাকার অধিকার নেই। তাঁকে ওই পদ থেকে অপসারণ করা উচিত।’