Friday, December 8, 2023
Homeদেশনিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ল বাস, মৃত ৪, আহত বহু

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ল বাস, মৃত ৪, আহত বহু

নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে রেললাইনে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ হারালেন ৪ জন, আহত বহু যাত্রী।দুর্ঘটনাটি ঘটেছে, রাজস্থানের দৌসা জেলায়।পুলিশ সূত্রে খবর, বাসটি হরিদ্বার থেকে উদয়পুর যাচ্ছিল। বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির বাসটি সেতু থেকে নীচে রেললাইনে উল্টে পড়ে।

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ল বাস, মৃত ৪, আহত বহু

তড়িঘড়ি করে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, মোট ২৮ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৪ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Most Popular