প্রদীপকুমার সিংহ, বারুইপুর: চতুর্থ বছরের বার্ষিকী পত্রিকা জাগরী উদ্বোধন হল বারুইপুর রবীন্দ্রভবনে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর প্রেস ক্লাবের বিজয়া সম্মেলনী উপলক্ষে চতুর্থ বছরের জাগরী পত্রিকাটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়দীপ চক্রবর্তী, বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়,
জাদুসম্রাট জুনিয়র পিসি সরকার, রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রীর দিলীপ মণ্ডল, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, বারুইপুরের বিধায়ক বিভাস সরদার, কুলতলী বিধানসভার কেন্দ্রের বিধায়ক গণেশ মণ্ডল, জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস, রায়দিঘির বিধায়ক আলোক জলদাতা,
বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত সুপার পার্থ ঘোষ, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্য ও বন কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী, বারুইপুরের পৌরপিতা, পৌরমাতারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই পত্রিকার প্রত্যেক লেখককে উত্তরীয় ও গাছ দিয়ে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে পাঁচজন সমাজের গুণীজনকে সম্মানিত করা হয়। বিশিষ্ট শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করেন।