বিশ্ব সমাচার, সাগর : নতুন সেতুর উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে ধবলাট রামকৃষ্ণ সেতুর উদ্বোধন করা হয়। উদ্বোধন করে এদিন জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অর্থানুকূল্যে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের সহযোগিতায় সেতুটি তৈরি করা হয়েছে।
সেতুটি তৈরি করতে ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই সেতুটি গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও ধবলাট গ্রাম পঞ্চায়েতকে সংযোগ করেছে। সেতুটি নির্মাণ হওয়ার ফলে এই ২টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৫ হাজার মানুষ উপকৃত হবেন।”