Wednesday, December 6, 2023
Homeরাজ্যভোটের সময় ঘোষণা কেন? বিনামূল্যে রেশন নিয়ে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের সময় ঘোষণা কেন? বিনামূল্যে রেশন নিয়ে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

স্টাফ রিপোর্টা: আগামী ৫ মাসের জন্য বিনামূল্যে রেশন সরবরাহ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নির্বাচনী সভা থেকে কেন এই ঘোষণা করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এবার এনিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল।

ভোটের সময় ঘোষণা কেন? বিনামূল্যে রেশন নিয়ে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল এনিয়ে এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি জানিয়েছেন।তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচিকে সম্প্রসারিত করার কথা ঘোষণা করেছেন। এটা তো পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত।

ভোটের সময় ঘোষণা কেন? বিনামূল্যে রেশন নিয়ে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

সেটা তো যে কোনও সময়ই ঘোষণা করা যেত। কিন্তু প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের দুর্গে নির্বাচনী সভার মধ্য়েই এসব ঘোষণা করলেন। সেই সময়টাকেই তিনি বেছে নিলেন এই সংক্রান্ত ঘোষণার জন্য।সাকেত লিখেছেন, নির্বাচন কমিশনের আইন বলছে,নির্বাচনী পর্বের সময় রাষ্ট্রের মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করাটা একেবারেই ঠিক নয়।

ভোটের সময় ঘোষণা কেন? বিনামূল্যে রেশন নিয়ে মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

এই ধরনের ঘোষণা ৫ রাজ্য়ে বিধানসভা ভোটকে প্রভাবিত করতে পারে।আমি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছি। প্রধানমন্ত্রী এই মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Most Popular