Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeদেশ‘বিজেপি এবং কংগ্রেস আপের চেয়ে ছোট সংগঠন!’ দাবি কেজরীওয়ালের

‘বিজেপি এবং কংগ্রেস আপের চেয়ে ছোট সংগঠন!’ দাবি কেজরীওয়ালের

আম আদমি পার্টির চেয়ে বিজেপি এবং কংগ্রেসের সংগঠন ছোট। রবিবার দুই দলকেই বিঁধে হরিয়ানার রোহতকের সভায় দাবি করলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।রবিবার রোহতকের সভা থেকে কেজরী বলেন, ‘‘আমি চ্যালেঞ্জ করে বলছি, আপের তুলনায় বিজেপি এবং কংগ্রেসের সংগঠন ছোট।

‘বিজেপি এবং কংগ্রেস আপের চেয়ে ছোট সংগঠন!’ দাবি কেজরীওয়ালের

ওই দুই দলের সাংগঠনিক আয়তন আপের এক দশমাংশও নয়।’’ দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘‘একটি সংগঠন তখনই তৈরি হয়, যখন সাধারণ মানুষ ওই সংগঠনকে নিয়ে আশায় বুক বাঁধে। কংগ্রেস এবং বিজেপি যদি কোনও গ্রামে গিয়ে বলে, ‘আমাদের দলে যোগ দিন।’ তাতে স্বেচ্ছায় কেউ যোগ দেবেন না।’’

‘বিজেপি এবং কংগ্রেস আপের চেয়ে ছোট সংগঠন!’ দাবি কেজরীওয়ালের

কেজরীর দাবি, ‘‘কোনও এক জন আপ কর্মী যে কোনও গ্রামে গিয়ে এই দলে (সংগঠনে) নাম লেখাতে বললে, বাড়ির খুদেরাও যোগ দিতে চাইবে। কেন? কারণ, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আপের উপর ভরসা রাখে।’’নিজের দলের সংগঠন নিয়ে প্রশংসা করতে গিয়ে কেজরী জানান, বিজেপি এবং কংগ্রেসের পরে আপ এখন দেশের তৃতীয় বৃহত্তম দল।

‘বিজেপি এবং কংগ্রেস আপের চেয়ে ছোট সংগঠন!’ দাবি কেজরীওয়ালের

সেটাও হয়েছে মাত্র ১১ বছরে। তাঁর কথায়, ‘‘এখন মোদীজি (প্রধানমন্ত্রী) আপকে ভয় পাচ্ছেন। যে ভাবে আপ এগিয়ে চলেছে, তা রীতিমতো ভীত উনি। দিল্লি এবং পঞ্জাবের মতো হরিয়ানাতেও আপ অন্যান্য দলকে সাফ করে দেবে।’’ইডি হানা নিয়ে তিনি বলেন,

‘বিজেপি এবং কংগ্রেস আপের চেয়ে ছোট সংগঠন!’ দাবি কেজরীওয়ালের

‘‘আপনি যে কোনও অপরাধ করে সুরক্ষার জন্য বিজেপিতে যোগ দিতে পারেন। কে দুর্নীতিগ্রস্ত? যিনি বিজেপির ডাকে সাড়া না দিয়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন, তিনি? না, আসলে উনি সৎ।’’

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!