বিশ্ব সমাচার, পাথরপ্রতিমা : সিপিএম কর্মী খুনের মামলায় গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার তৃণমূল নেতা মহিম মোল্লা। আদালতের নির্দেশে মহিম রবিবার ঢোলাহাট থানায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ গ্রেফতার করে। ধৃত নেতাকে এদিন কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷ মহিম মোল্লা পাথরপ্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ২০০৯ সালে পাথরপ্রতিমার সিপিএম পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা খুন হয়। সেই খুনের ঘটনায় মহিম মোল্লার নামে এফআইআর হয়।