Friday, December 8, 2023
Homeখেলাজাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

রবিবার দিনটা ছিল বিরাট কোহলির। তাঁর জন্মদিন। সেই দিনে শতরান। সঙ্গে ভারতের বিরাট ব্যবধানে জয়। যে ম্যাচকে এ বারের বিশ্বকাপের ‘ফাইনাল’ বলা হচ্ছিল, সেই ম্যাচটাই এক পেশে ভাবে জিতে নিলেন রোহিত শর্মারা। রবিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

তাতেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার চাপ বাড়িয়ে দেন তিনি। কারণ বাভুমা ভাল ভাবেই জানেন তাঁর দল রান তাড়া করতে গেলে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও হারতে পারে। ইডেনে সেটাই হল। রোহিত এবং শুভমন গিল মিলে প্রথমেই মারতে শুরু করলেন। তাঁদের আক্রমণাত্মক ক্রিকেটে বলের লাইন, লেংথ ঘেঁটে গেল মার্কো জানসেনদের।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

এমনই অবস্থা হল যে, কেশব মহারাজ এবং তাবরেজ শামসি মিলে স্পিনের জাল বুনেও লাভ হল না।রোহিত (৪০) এবং শুভমন (২৩) মিলে প্রতি ওভারে ১০ রানের বেশি রান তুলছিলেন। তাঁদের ৬২ রানের জুটিটাই বুঝিয়ে দিয়েছিল দিনটা ভারতের।তবে এই সব কিছুকে ছাপিয়ে গেলেন বিরাট।১২১ বলে ১০১ রান করে যদিও দিনটা নিজের নামে লিখে নিয়েছিলেন বিরাট।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

দিনটা তাঁরই ছিল। কারণ এদিন তিনি ৩৫ বছরে পা রেখেছেন।তিনি যেন ঠিক করেই এসেছিলেন যে, জন্মদিনটি শতরান দিয়ে সাজিয়ে রাখবেন।এক দিনের ক্রিকেটে এদিন ৪৯টি শতরান করে ফেললেন তিনি। আর একটি শতরান করলেই টপকে যাবেন সচিনকে। তখন বিরাটই হবেন এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের মালিক।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

বিরাট এবং শ্রেয়স ১৩৪ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়লেন। তাঁদের এই জুটি না থাকলে ইডেনে চাপে পড়তে পারত ভারত। শেষ বেলায় ব্যাট হাতে জাডেজা ২৯ রানের একটি ইনিংস খেলে যান। সেটি ভারতকে ৩২৬ রানের লড়াকু স্কোরে পৌঁছে যেতে সাহায্য করে।৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৩ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

দক্ষিণ আফ্রিকা এ বারের বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নামলে একের পর এক বড় রান তুলেছিল। কিন্তু রান তাড়া করতে নামতেই হুমড়ি খেয়ে পড়লেন কুইন্টন ডি’ককেরা। যে ব্যাটারেরা একের পর ম্যাচে শতরান করছিলেন। এ বারের বিশ্বকাপে যে ডি’কক চারটি শতরান করেছেন।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

তাঁদের ব্যাটারদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের দাপট চাক্ষুস করল ইডেন। জাডেজা একাই নিলেই পাঁচ উইকেট। দু’টি করে উইকেট নিলেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। ডি’ককের উইকেট ফেলে তিনিই দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন। বাকি কাজটা করলেন শামি, কুলদীপ এবং জাডেজা।

জাদেজা জাদুতে ইডেনে বিরাট জয়, ভারত আটে ৮

২৪৩ রানের বিশাল জয়ে শীর্ষস্থানও মজবুত করল ভারত। টানা আট ম্যাচে জয়।ভারতের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এ বারের বিশ্বকাপের সেটা হয়তো সব থেকে সহজ ম্যাচ রোহিতদের কাছে। সেমিফাইনালে খেলতে নামার আগে আগামী রবিবার চাপমুক্ত ভাবে খেলতে পারবেন তাঁরা।

Most Popular