স্টাফ রিপোর্টা: বছর শেষ হলেই লোকসভা নির্বাচনের বাদ্যি বাজবে। রাজ্যের ৪২ আসনে ধুন্ধুমার লড়াইয়ের প্রস্তুতি চলছে এখন থেকেই। শাসক হোক কিংবা বিরোধী, যে একাধিক লোকসভা আসনে বাড়তি নজর, তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে দুবারের সাংসদ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবারও সম্ভবত তিনিই প্রার্থী হবেন। আর তাঁকে হারাতে মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, ”ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাব। অন্য লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব।” এবার সেই চ্যালেঞ্জ ছুঁড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চান ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তিনি প্রাথী হলে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হারবেন এমনই আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকী।
রবিবার এক সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাব। দল অনুমোদন দিলে আমি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করব। বলা হয়, ডায়মন্ড হারবার মডেল। তবে পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবার মডেল কী?”
শুধু তাই নয়, একই সঙ্গে কাঁথি এবং তমলুকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন তাহলে যে পরাজিত হবেন তিনি। সেই বিষয়েও নিশ্চিত নওশাদ সিদ্দিকি।