Wednesday, December 6, 2023
Homeজেলা১২ বছর পর বাড়ির পথে বিহারের সঞ্জয়

১২ বছর পর বাড়ির পথে বিহারের সঞ্জয়

বিশ্ব সমাচার, কাকদ্বীপ: একজন মানসিক ভারসাম্যহীন মানুষ বেশ কয়েকদিন ধরে ইতস্ততভাবে ঘোরাঘুরি করছিল কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায়। বিষয়টি লক্ষ করেন স্থানীয় ব্যবসায়ী শ্রীনিবাস দাস। তিনি বেশ কয়েকবার কথা বলারও চেষ্টা করেন, নামঠিকানা জিজ্ঞেস করলেই অসংলগ্নভাবে কিছু বলতে থাকেন।

১২ বছর পর বাড়ির পথে বিহারের সঞ্জয়

কিছু বুঝতে না পেরে যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাসের সঙ্গে। হ্যাম রেডিওর নিজস্ব নেটওয়ার্কের দ্বারাই খোঁজ মিলল বড়ভাইয়ের ছেলে আনন্দ পাসোয়ানের বিহারের ঔরঙ্গাবাদ জেলার বারুন থানার সিন্ধুরিয়া গ্রামের রামপুর এলাকায়।

১২ বছর পর বাড়ির পথে বিহারের সঞ্জয়

তিনি জানান, বহু বছর আগে কাকা সঞ্জয় পাসোয়ান বাজারে যাচ্ছি বলে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজ করেও কোনও লাভ হয়নি। ভেবেছিলাম হয়তো আর নেই। অবশেষে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডলের মাধ্যমে খবর পেয়েই কাকদ্বীপে এসেছি কাকাকে নিয়ে যেতে।

১২ বছর পর বাড়ির পথে বিহারের সঞ্জয়

আমরা খুবই আনন্দিত আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।এ বিষয়ে হ্যাম রেডিওর সদস্য দিবস মণ্ডল জানান, আমরা আজ একজন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে তাঁর নিজের পরিবারের হাতে তুলে দিলাম।

Most Popular