বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হার্দিকের ছিটকে যাওয়ার খবর আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়। তাঁর বদলি হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণর নাম ঘোষণা করা হয়েছে।
পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় গোড়ালি ঘুরে যায় হার্দিকের। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তারপর আর নামতে পারেননি। প্রাথমিকভাবে জানানো হয় ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। শুরুতে চোটের গুরুত্ব বোঝা যায়নি। মনে করা হয়েছিল দু”ম্যাচ পরই দলে ফিরবেন।
কিন্তু পরে জানা যায় গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার হয়েছে। পরের তিনটে ম্যাচে খেলতে পারেননি হার্দিক। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল। বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের ধারণা ছিল, সেমিফাইনাল এবং ফাইনালে হার্দিককে পাওয়া যাবে। তাই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বোর্ড। তাঁর জন্য অপেক্ষা করা হয়।
কিন্তু জানা গিয়েছে, হার্দিকের ফিট হতে সময় লাগবে। আইসিসি বিবৃতিতে জানায়, “গত মাসে পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পায় পাণ্ডিয়া। বিশ্বকাপের বাকি ম্যাচের আগে তাঁর ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই।” অগত্যা পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণর নাম ঘোষণা করা হল।