Wednesday, December 6, 2023
Homeজেলাবিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন কাকদ্বীপের বিধায়ক

বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন কাকদ্বীপের বিধায়ক

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা। শনিবার কাকদ্বীপ বিধানসভার কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের আহ্বানে বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল।

বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন কাকদ্বীপের বিধায়ক

এদিন কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ প্রবীণ সৈনিকদের তিনি সংবর্ধনা জ্ঞাপন করেন। এরপরই তিনি বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, “১০০ দিনের কাজের নিরিখে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন কাকদ্বীপের বিধায়ক

অথচ কেন্দ্রীয় সরকারই এই রাজ্যের ১০০ দিনের বকেয়া টাকা আটকে রেখেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন খাতের টাকাও কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এই পাওনা টাকা ফিরিয়ে আনতে আবারও নতুন করে আন্দোলন শুরু হবে।”

বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন কাকদ্বীপের বিধায়ক

তিনি আরও বলেন, “এই বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করা হল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪২ এর মধ্যে ৪২টি আসনেই জয়লাভ করবে।”

Most Popular