শনিবার সকালেই দুঃসংবাদ ধেয়ে এসেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল, এবারের মতো হার্দিক পাণ্ড্যর বিশ্বকাপ শেষ। যে খবরটা মেনে নিতে পারছেন না হার্দিক নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মনের অবস্থা বোঝালেন তারকা অলরাউন্ডার।
সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, ‘বাকি বিশ্বকাপে আমি খেলতে পারব না, ব্যাপারটা হজম করাটাই কঠিন। তবে আমি দলের সঙ্গে আছি। মনের দিক থেকে, প্রত্যেক ম্যাচে প্রত্যেক বলে আমি দলের হয়ে গলা ফাটাব। এত ভালবাসা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্য়বাদ।
অবিশ্বাস্য লাগছে। এই দলটা খুব স্পেশ্যাল আর আমি নিশ্চিত গোটা দেশকে গর্বিত করে তুলব। সকলকে ভালবাসা জানাই। এইচপি।’