Friday, December 8, 2023
Homeদেশআরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন ভারতবাসী, ঘোষণা মোদির

আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন ভারতবাসী, ঘোষণা মোদির

আগামী পাঁচ বছরও বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী, ভোটমুখী ছত্তিশগড়ের একটি সভা থেকে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন,”আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে।

আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন ভারতবাসী, ঘোষণা মোদির

মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” উল্লেখ্য, ২০২০ সালে কোভিড মহামারীর সময় থেকে গোটা দেশে বিনামূল্যে রেশন বণ্টন প্রকল্প শুরু করে কেন্দ্র। প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। প্রথমে এই প্রকল্প চালু করা হয় মাস ছয়েকের জন্য।

আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন ভারতবাসী, ঘোষণা মোদির

কোভিড পরবর্তীকালে দফায় দফায় সেটা বাড়ানো হয়। এখনও এই প্রকল্প চলছে। প্রধানমন্ত্রী এবার জানিয়ে দিলেন, আগামী পাঁচ বছরও এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

Most Popular