Friday, December 8, 2023
Homeরাজ্যভেজাল রুখতে মদের গায়ে এবার ‘কিউআর কোড’

ভেজাল রুখতে মদের গায়ে এবার ‘কিউআর কোড’

স্টাফ রিপোর্টার: মদ বিক্রি নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে আরও তৎপর রাজ্যের আবগারি দপ্তর। জানা গিয়েছে, মদের গায়ে লাগানো লেবেলেই এবার থেকে থাকছে একটি করে বিশেষ ‘কিউআর কোড’। যা স্ক্যান করে ওই মদ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন ক্রেতারা।

ভেজাল রুখতে মদের গায়ে এবার ‘কিউআর কোড’

এছাড়া বোতলের গায়ে হলোগ্রাম লোগোটির আকারও বাড়ানো হচ্ছে, যাতে সহজেই চোখে পড়ে। সম্প্রতি, রাজ্যের বেশ কিছু জায়গা থেকে নকল মদ বিক্রি নিয়ে অভিযোগ এসেছিল রাজ্যের আবগারি দফতরের কাছে।

ভেজাল রুখতে মদের গায়ে এবার ‘কিউআর কোড’

সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে অভিযান চালিয়ে নকল মদ বিক্রির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করে আবগারি দফতর। এবার তাই, নকল মদ বিক্রি আটকাতে আবগারি দফতরের এই বিশেষ পদক্ষেপ।

Most Popular