স্টাফ রিপোর্টার: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঠিক এক সপ্তাহ আগে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে গ্রেফতার করেছিল ইডি। যদিও তাঁকে তারা হেফাজতে পেয়েছেন মঙ্গলবার রাত থেকে। ইডি হেফাজতে থাকলেও কোর্টের সেই নির্দেশ মেনেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাবার আসছে বাড়ি থেকে।
কিন্তু তার পরেও মন্ত্রীর খাবার নিয়ে অতি সাবধানী কেন্দ্রীয় সংস্থা।সেই খাবার নিরাপদ কি না, তার পরীক্ষা নিজেদের খেয়ে দিতে হয়েছে মন্ত্রীর বাড়ির লোককে।ইডি সূত্রে খবর, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সামনেই মন্ত্রীর জন্য আনা খাবার খেয়ে দেখছেন মন্ত্রীর জন্য সিজিওতে খাবার নিয়ে আসা তাঁর বাড়ির লোক।
তার পরে সেই খাবার যাচ্ছে সিজিওতে বন্দি মন্ত্রীর কাছে। আদালতেও ইডি বলেছিল, উনি কী খাবেন সেটা পরীক্ষা করে দেখতে হবে। সেই পরীক্ষার কাজ বাড়ির লোকই করছে। ইডির সামনে সেই খাবার তাঁরা খেয়ে দেখার পরে খাবার পৌঁছচ্ছে মন্ত্রীর থালায়।