Wednesday, December 6, 2023
Homeজেলাবজবজে ব্যবসায়ীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, অল্পের জন্য রক্ষা

বজবজে ব্যবসায়ীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, অল্পের জন্য রক্ষা

গোপাল মণ্ডল, বিষ্ণুপুর: নুঙ্গি থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন বজবজের বাসিন্দা ব্যবসায়ী দাউদ মহম্মদ। বাড়ির দরজা বন্ধ করার সময় হঠাৎ কে বা কারা অ্যাসিড জাতীয় তরল পদার্থ ছোঁড়ে তাঁকে লক্ষ্য করে। অ্যাসিড তাঁর গায়ে না পড়ায় জল পড়েছে ভেবেছিলেন ব্যবসায়ী।

বজবজে ব্যবসায়ীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, অল্পের জন্য রক্ষা

সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর বাইকে ও মেঝেতে পড়ে রয়েছে অ্যাসিড। আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। বজবজ থানায় খবর দিলে বাড়িতে আসে পুলিশ। রাতে বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।

Most Popular