তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে মাসে ৪ হাজার টাকা করে পাবেন মহিলারা। পশ্চিমবঙ্গের লক্ষী ভাণ্ডারের ধাঁচে এমনটাই ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।বৃহস্পতিবার তেলেঙ্গানার সভায় রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে আড়াই হাজার টাকা করে।
সেই সঙ্গে যে গ্যাস সিলিন্ডার দেশজুড়ে হাজার টাকা করে বিক্রি হচ্ছে, সেই সিলিন্ডার দেওয়া হবে ৫০০ টাকা করে। তাতে মাসে ৫০০ টাকা করে বাঁচাতে পারবেন মহিলারা। সেই সঙ্গে মহিলাদের জন্য সমস্ত বাসভাড়া মকুব করে দেওয়া হবে। তাতে মাসে আরও হাজার টাকা সঞ্চয় করা সম্ভব হবে।
সব মিলিয়ে মাসে প্রায় ৪ হাজার টাকার সুবিধা পাবেন মহিলারা। মহিলারা পরিবারের মেরুদণ্ড। তাই তাদেরই সরাসরি এই সহযোগিতা করা হবে।কংগ্রেস নেতা আরও বলেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখার রাওয়ের পরিবার তেলেঙ্গানার মানুষের টাকা লুট করেছে। প্রতিটি পয়সা তেলেঙ্গানার মানুষকে ফিরিয়ে দেবে কংগ্রেস।
তেলেঙ্গানায় বন্ধ হয়ে যাওয়া কালেশ্বরম প্রকল্পে ১ লাখ কোটি টাকা খরচ হয়েছে। এটা আসলে বিআরএসের এটিএম। এই প্রকল্পের খেসারত দিতে তেলেঙ্গানার প্রতিটি পরিবারকে ২০৪০ সাল পর্যন্ত ৩১ হাজার ৫০০ টাকা করে দিতে হবে।