Wednesday, December 6, 2023
Homeরাজ্যকম্যান্ড হাসপাতালেই জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানিয়ে দিল আদালত

কম্যান্ড হাসপাতালেই জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানিয়ে দিল আদালত

স্টাফ রিপোর্টার: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা না করানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আলিপুর কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। দাবি করা হয়, এই হাসপাতালে সেনাবাহিনীর সঙ্গে যুক্তদের চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে বাইরে থেকে রোগী আসা মানে বাড়তি চাপ।

কম্যান্ড হাসপাতালেই জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানিয়ে দিল আদালত

চিকিৎসায় সমস্যা হয়। যাতে ওই চাপ নিতে না হয় সে কারণেই মামলা করা হয়। তবে এই আর্জিতে সায় দিল না আদালত।বৃহস্পতিবার আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ইডির বক্তব্য না শুনে কম্যান্ড হাসপাতালের আর্জির পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

কম্যান্ড হাসপাতালেই জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানিয়ে দিল আদালত

আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপাতত সপ্তাহখানেক আলিপুর কম্যান্ড হাসপাতালে করা যেতে পারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিকিৎসা।

Most Popular