Friday, December 8, 2023
Homeদেশইডির মুখোমুখি হলেন না কেজরীওয়াল

ইডির মুখোমুখি হলেন না কেজরীওয়াল

ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বৃহস্পতিবার ইডির তরফে তাঁকে তলব করা হয়। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।বিধানসভা ভোট প্রচারে মধ্যপ্রদেশে যাবেন বলেই কেজরীওয়াল এদিন ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন না বলে খবর।

ইডির মুখোমুখি হলেন না কেজরীওয়াল

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মানের সাঙ্গে একটি রোড শোতে অংশ নেওয়ার জন্যই হাজিরা দিচ্ছেন না তিনি। প্রসঙ্গত, বুধবার আপ নেত্রী অতিশা অভিযোগ করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেজরীওয়ালকে গ্রেফতারের ছক কষেছে ইডি। বৃহস্পতিবার ভোর থেকেই দিল্লির আপ সরকারের বিরুদ্ধে ‘সক্রিয়তা’ শুরু করে ইডি।

ইডির মুখোমুখি হলেন না কেজরীওয়াল

তল্লাশি অভিযান শুরু করা হয় কেজরী মন্ত্রিসভার সদস্য রাজকুমার আনন্দের বাড়ি, দফতর-সহ বিভিন্ন ঠিকানায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের তথ্যপ্রমাণ পেতেই দিল্লির শ্রমমন্ত্রী রাজকুমারের সিভিল লাইন্‌স এলাকার সরকারি আবাসন-সহ মোট ন’টি ঠিকানায় হানা দেওয়া হয়েছে।

Most Popular