Friday, December 8, 2023
Homeরাজ্যকেন্দ্র থেকে এল অভিষেকের চিঠির জবাব

কেন্দ্র থেকে এল অভিষেকের চিঠির জবাব

স্টাফ রিপোর্টার: ৩০ জনের প্রতিনিধি দলকে নিয়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি ছিল একশো দিনের কাজে কেন্দ্রের বকেয়া আদায়। চিঠিও দিয়েছিলেন। রাজ্যপাল সেই চিঠি পরের দিনই পৌঁছে দিয়েছিলেন কেন্দ্রের কাছে।

কেন্দ্র থেকে এল অভিষেকের চিঠির জবাব

সূত্রের খবর, কেন্দ্রের তরফে রাজ্যপাল সেই চিঠি জবাব পেয়েছেন। সেই চিঠি আবার তিনি বুধবার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর এসেছে কেন্দ্র থেকে।” তিনি জানান, চিঠি তিনি পেয়েছেন, তা তিনি তাঁর সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন।

কেন্দ্র থেকে এল অভিষেকের চিঠির জবাব

চিঠিতে কেন্দ্রীয় সরকার কয়েকটি বিষয়ে নিয়ে জানিয়েছে। তা মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন বলেও জানালেন তিনি। এবার সেই চিঠির প্রেক্ষিতে কোন পথে হাঁটে তৃণমূল কংগ্রেস এখন সেটাই দেখার বিষয়।

Most Popular