Friday, December 8, 2023
Homeজেলামা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১...

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

বান্টি মুখার্জি, ক্যানিং: দীর্ঘ প্রায় একবছর পর এক গৃহবধূকে উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ক্যানিং স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি পাচারকারী মহিলার কাছ থেকে আরও এক নাবালিকাকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। তাকেও পাচার করার চেষ্টা হচ্ছিল।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

ক্যানিং থানার অন্তর্গত তালদি এলাকার এক গৃহবধূ তাঁর শিশুপুত্র সহ নিখোঁজ হন। ২০২২ সালের ২৬ অক্টোবর ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন বধূর পরিবারের লোকজন।অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। অভিযোগের এক মাসের মধ্যে দিল্লির পিল্লা থানা এলাকার একটি হোটেল থেকে ওই বধূকে উদ্ধার করে পুলিশ।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

তবে বধূর সঙ্গে থাকা তাঁর তিন বছরের শিশুপুত্রকে উদ্ধার করতে পারেনি। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে তার খবর পায় ক্যানিং থানার পুলিশ। তড়িঘড়ি ক্যানিং স্টেশনে হাজির হয়। সেখান থেকে শাহনাজ পারভীন নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করে। ধৃত পাচারকারীকে মঙ্গলবার আদালতে তোলা হয়।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায় ওই মহিলার বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের লাগামহীন অত্যাচারে জর্জরিত হয়ে পড়েন। তাঁর এক পুত্রসন্তান হয়। অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় একবার বাপের বাড়িতে ঠাঁঁই হয়। পরে শ্বশুরবাড়িতে আসেন।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে বধূর জীবনে। এরই মধ্যে ক্যানিংয়ের ট্যাংরাখালির যুবক সিরাজ সেখ ও তালদি পোল এলাকার যুবক মণিরুল গায়েন ও শেষভাগে শাহনাজ পারভীনের সসঙ্গে ওআঁর যোগাযোগ হয়।ক্যানিংয়ের তালদি পোল ও পার্ক সার্কাসের তপসিয়া এলাকায় থাকত শাহনাজ পারভীন। ওই বধূকে তারা মোটা টাকা মাইনের কাজ করার প্রলোভন দেখায়।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

শ্বশুরবাড়ির অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে ওই বধূ প্রলোভনের ফাঁদে পা দেন। নিজের একরত্তি শিশুপুত্রকে নিয়ে ওই বধূ দুই যুবক ও এক মহিলার হাত ধরে দিল্লিতে পাড়ি দেন। সেখানে তারা ওই বধূকে একটি হোটেল রেখে বিক্রি করার ছক কষে। পরে ওই বধূর ছেলেকে কেড়ে নিয়ে অন্য কোথাও লুকিয়ে রাখে।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

ক্যানিং থানার পুলিশ বধূকে উদ্ধার করে। পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করে। ধৃতরা পরে জামিনে ছাড়া পায়। অন্যদিকে, ক্যানিং থানার পুলিশ বধূর একরত্তি শিশুকে উদ্ধার করতে এবং মহিলা পাচারকারীকে ধরার জন্য পাঁচবার দিল্লিতে যায়। এই ঘটনায় জড়িত থাকায় আরও দু’জনকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসে হয়। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ নারী পাচারকারী শাহনাজকে গ্রেফতার করে। পাশাপাশি ওই পাচারকারীর হাত থেকে আরও এক নাবালিকাকে পাচারের আগেই উদ্ধার করে।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন,

মা উদ্ধার হলেও ছেলের খোঁজ মেলেনি, এক বছর বাদে গ্রেফতার ১ পাচারকারী

কোথায় কীভাবে পাচার করা হতে, সে সম্পর্কে নারী পাচারকারীকে বিস্তারিত ভাবে জিঞ্জাসাবাদ করা হবে। এছাড়াও পাচারকারী মহিলার সঙ্গে আর কোনও বড় চাঁই রয়েছে কি না এবং শিশুটি কোথায় রয়েছে, সে সম্পর্কেও জিঞ্জাসাবাদ করে তদন্ত চলবে।

Most Popular