Friday, December 8, 2023
Homeদেশফের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি

ফের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি

চার দিনে তৃতীয়বার হুমকি ইমেল পেলেন মুকেশ আম্বানি। ফের তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে ইমেল এসেছে।এবার ৪০০ কোটি টাকা চেয়ে হুমকি ইমেল এসেছে। টাকা না দিলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যানকে। চার দিন আগেই ২০ কোটি টাকা চেয়ে হুমকি মেল এসেছিল আম্বানির অফিসে।

ফের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি

তারপর আসে ২০০ কোটি টাকা চেয়ে হুমকি মেল। এবার এল ৪০০ কোটি টাকা চেয়ে হুমকি মেল।এই ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শাদাব খান নামে এক ব্যক্তির মেল আইডি থেকে এই মেলগুলি পাঠানো হয়েছে।

ফের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি

বেলজিয়াম থেকে মেলগুলি পাঠানো হয়েছে। তবে এই মেল আইডি ভুয়ো নাকি এর সত্যতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Most Popular