ঋণের টাকা শোধ করতে ছেলেকে বিক্রি করার জন্য রাস্তায় বসলেন বাবা। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের আলিগড়ে।ফুটপাথে প্ল্যাকার্ড হাতে নিয়ে বাবা বসে আছেন।প্ল্যাকার্ডে হিন্দিতে অপটু হাতে লেখা। সেখানে লেখা, ছেলে বিক্রি আছে।তিনি তাঁর ছেলেকে বিক্রি করতে চান।
আর এই ছবি ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। জানা গিয়েছে, আলিগড়ের ই-রিক্সা চালক রাজকুমার। ছোট্ট একটি জমি কেনার জন্য এক মহাজনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, ওই মহাজনের ষড়যন্ত্রের জন্য রাজকুমার জমি কিনতে পারেননি।
একই সঙ্গে ঋণের দায়ে কোণঠাসা হয়ে পড়েন রাজকুমার। অন্যদিকে, মহাজন টাকা তুলতে অত্যাচার শুরু করেন। রাজকুমারের অভিযোগ, একাধিক বার তাঁর পরিবারকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। তাঁকে মারধরও করা হয়েছে। এমনকি রাজকুমারের ই-রিক্সাটিও মহাজন ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ।
সব হারিয়ে অসহায় রাজকুমার স্থির করেন, নিজের ছেলেকেই বিক্রি করে দেবেন। সেই অনুযায়ী, প্ল্যাকার্ড লিখে ফুটপাথে বসে পড়েন স্ত্রী এবং সন্তানের সঙ্গে।আর এই খবর সামনে আসতেই অভিযুক্ত মহাজনকে তড়িঘড়ি গ্রেফতার করে পুলিশ।