বিশ্ব সমাচার, ক্যানিং: চোরাই টোটো গাড়ি কিনে পুলিশের জালে ধরা পড়লেন দুই যুবক। ধৃতরা হল রমজান আলি সরদার ও শাহরুখ লস্কর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ট্যাংরাখালি কলেজহাট সংলগ্ন সুন্দিপুকুরিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা রমজান আলি সরদার ও শাহরুখ লস্কর ঘুটিয়ারি শরিফ থেকে দু’টি টোটো গাড়ি কিনেছিলেন।
চোরাই দু’টি টোটো কিনে দিব্যি চালাচ্ছিলেন দুই যুবক। সোমবার রাতে ক্যানিং থানার এসআই রঞ্জিত চক্রবর্তী গোপন সূত্রে খবর পান। ট্যাংরাখালি কলেজহাট থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে তিনটি চোরাই টোটো গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কার কাছ থেকে এবং কীভাবে টোটো গাড়ি কিনেছিলেন ওই দুই যুবক, সে সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।