Wednesday, December 6, 2023
Homeদেশগ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা প্রকাশ আপের

গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা প্রকাশ আপের

গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।মঙ্গলবার এমনটাই আশঙ্কা প্রকাশ করল আপ। ২ নভেম্বর আর্থিক তছরুপ মামলায় ইডি ডেকে পাঠিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করছে আপ নেতৃত্ব।

গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা প্রকাশ আপের

আপের নেতারা মনে করেন,বিজেপি তাদের দলের শীর্ষ নেতৃত্বকে গারদের পিছনে পাঠিয়েই ক্ষান্ত হবেন। ২ নভেম্বর ইডি কেজরিওয়ালের বয়ান রেকর্ড করতে পারেন বলে মনে করছে আপ নেতৃত্ব। এই প্রথম তাকে ইডির মুখোমুখি হতে হবে। এর আগে এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা প্রকাশ আপের

একটি সাংবাদিক বৈঠক করে দিল্লির মন্ত্রী অতসী বলেন, বিজেপি আপকে নির্বাচনে হারাতে না পেরে এবার কেজরিওয়ালকে নিশানা করেছে।যদি তাকে ইডি গ্রেপ্তার করে তবে তা হবে বিজেপির বিরুদ্ধে কথা বলার খেসারত। প্রসঙ্গত, আর্থিক তছরুপ মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন মনীষ শিশোদিয়া, সঞ্জয় সিং এবং সত্যেন্দ্র জৈন।

গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা প্রকাশ আপের

যদিও সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছেন। আপ মনে করে, কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পর বিজেপি ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীদের ইডি এবং সিবিআই দিয়ে নিশানা করবে।

Most Popular