স্টাফ রিপোর্টার: পরপর দুবছর দুর্গাপুজোর পর এবার কালীপুজো ও দীপাবলিও জেলেই কাটাতে হবে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ছিল গরুপাচার মামলার শুনানি। শুনানির ঠিক আগে অনুব্রত তাঁর আইনজীবীদের জানান, যে তাঁর ডান পায়ে ব্যথা।
পা ক্রমশ সরু হয়ে যাচ্ছে। আগের মতো এদিনও যে কারণে হুইলচেয়ারেই আদালতে পৌঁছান তিনি। কোর্ট রুমে হিসাবরক্ষক, বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারির সঙ্গে কথা বলতে চান অনুব্রত। কিন্তু নিজের জায়গা ছেড়ে উঠে এসে অনুব্রতর সঙ্গে কথা বলতে অস্বীকার করেন সদ্য জামিন প্রাপ্ত মণীশ।
এদিকে জেলে হাতে আঘাত পেয়েছেন সায়গল হোসেন। হাতে ব্যান্ডেজ করে কোর্ট রুমে এসেছিলেন তিনি। তবে এবারও নির্দেশ তাঁদের পক্ষে গেল না। ২৯ নভেম্বর পর্যন্ত গারদের ওপারেই থাকতে হবে অনুব্রুত, সুকন্যা এবং সায়গল হোসেনকে।