স্টাফ রিপোর্টার: বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ।ইডি সূত্রে খবর, আমডাঙা ব্লকের সাধনপুর গ্রাম পঞ্চায়েতে বাকিবুরের ৫৬০ কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে। বিএলআরও দফতরের নথি বলছে জমি বাকিবুরের নামে। ২০১৬ সালে বাকিবুর এই জমি কিনেছেন বলে জানা গিয়েছে।
জলা জমিতে মাটি ফেলে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছিল। তার পর থেকে সেভাবেই পড়ে রয়েছে জমি।একই ভাবে আমডাঙার আদহাটা গ্রাম পঞ্চায়েতে বাকিবুরের নামে প্রায় ৩০০ কাঠা জমির খোঁজ পাওয়া গিয়েছে। এই জমির একাংশে রয়েছে একটি রসর্ট। এখানে গুদাম তৈরি হবে বলে জমি কেনা হয়েছিল।
স্থানীয়রা জানিয়েছেন, এই জমি কিনেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কার্যত জোর করে এই জমি বিক্রি করতে বাধ্য করেছিলেন বাকিবুর। জলের দরে সেই জমি কিনে নেয় সে। কথা দেয় চালকল হবে। কিন্তু গোটা আমডাঙা ব্লকে আজ পর্যন্ত একটা চালকল হয়নি।
রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুরের উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ জমি ও সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। বাদুড়িয়া ও দেগঙ্গায় বিঘার পর বিঘা জমি পাওয়া গিয়েছে বাকিবুরের নামে। এছাড়া কলকাতার একাধিক অভিজাত এলাকায় ফ্ল্যাট, চিনার পার্কে ও দিঘায় বাকিবুরের হোটেল রয়েছে বলে খবর ইডি সূত্রে।