স্টাফ রিপোর্টার: পুজোতে মদেই লক্ষ্মীলাভ রাজ্যের। দফতরের হিসাব বলছে, পুজোর পাঁচ দিনে রাজ্যের আয় এবার ৬০০ কোটি ছাড়াল। গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।সূত্রের খবর, এত রেকর্ড সংখ্যক বিক্রির পিছনে কারণ, এ বার পুজোর মধ্যে কোনও ‘ড্রাই ডে’ ছিল না।
আবগারি দফতর সূত্রের খবর, সপ্তমী ও নবমীতে মানুষ সবথেকে বেশি মদ কিনেছেন। সপ্তমীতে এবার প্রায় ১৫০ কোটি টাকার মতো মদ বিক্রি হয়েছে। তবে সপ্তমীকে পিছনে ফেলে দিয়েছে নবমী। নবমীতে আবগারি দফতর মদ বিক্রি করে আয় করেছে ২০০ কোটির মতো।
আর পাঁচ দিনের মোট আয় ৬০০ কোটির মতো। তবে পুরো অক্টোবর মাস হিসাব ধরলে আবগারি দফতরের আয় হয়েছে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি।