Wednesday, December 6, 2023
Homeরাজ্যতৃণমূল নেতাকে ধমক দেওয়া পুলিশ অফিসারের প্রশংসায় অর্জুন

তৃণমূল নেতাকে ধমক দেওয়া পুলিশ অফিসারের প্রশংসায় অর্জুন

স্টাফ রিপোর্টার: দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে প্রাণ গিয়েছে তৃণমূলেরই এক কর্মীর। রবিবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ওই ঘটনায় খড়দহ থানার আইসি রাজকুমার সরকারের কাছ থেকে জোর ধমক খেয়েছেন তৃণমূল কাউন্সিলর।টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনুকে বলতে শোনা যায়,

তৃণমূল নেতাকে ধমক দেওয়া পুলিশ অফিসারের প্রশংসায় অর্জুন

‘‘আপনি এসে আমাকে ধমকাবেন, এটা ঠিক না।’’ তার পাল্টা আইসিকে বলতে শোনা যায়, ‘‘তোমার ধমক শোনার জন্যও বসে নেই আমি। তোমার মতো ৪৪ খানা কাউন্সিলর আছে আমার। বেআইনি কাজ করবে না।’’ তিনি ভর্ৎসনার সুরে কাউন্সিলরকে বলেন, জনপ্রতিনিধি হিসাবে ঠিক কাজ করছেন না তাঁরা।

তৃণমূল নেতাকে ধমক দেওয়া পুলিশ অফিসারের প্রশংসায় অর্জুন

আইসি রাজকুমারের কথায়, ‘‘আজকে যেটা করেছ, পাড়ার গুন্ডারাও এ রকম করে না। ইলেকটেড মেম্বার (নির্বাচিত সদস্য) তোমরা দু’জন। মারামারি করছ। রাস্তায় পাবলিক দেখছে।’’সেই পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ এলাকার সাংসদ অর্জুন সিংহ। তাঁর দাবি, তিনি সাংসদ হিসাবে মানুষের কাজ করে যাচ্ছেন।

তৃণমূল নেতাকে ধমক দেওয়া পুলিশ অফিসারের প্রশংসায় অর্জুন

কিন্তু দলের (তৃণমূলের) কাজকর্ম, শৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখেন তাপস রায়ের মতো নেতারা। অর্জুনের আরও দাবি, চাপের কাছে নতিস্বীকার না করে খড়দহ থানার আইসি যদি কাজ করে যান, অপরাধীরা ধরা পড়বেনই।তাঁর কথায়, ‘‘খড়দহের আইসির ট্র্যাক রেকর্ড দেখেছি।

তৃণমূল নেতাকে ধমক দেওয়া পুলিশ অফিসারের প্রশংসায় অর্জুন

তিনি অ্যান্টি ক্রিমিনাল অফিসার। এক বার প্রকাশ্যে বলেছিলেন, জনপ্রতিনিধিরা এক্সটরশন করবেন না। আমি জানি, ওঁর মেরুদণ্ড সোজা আছে। ঘুষ-ফুস খান না। হি ইজ আ গুড অফিসার। চেষ্টা করছেন এলাকায় কাজ করার।’’

Most Popular